ছাত্রদের নতুন দল কি নতুন রাজনীতি হাজির করতে পারবে

প্রথম আলো মারুফ মল্লিক প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩

নানা জল্পনাকল্পনার পর নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। রক্তাক্ত এক বিপ্লবের ফল হিসেবে এই দলটি গঠিত হতে যাচ্ছে। তাই সবার প্রত্যাশা হচ্ছে, দেশের রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করবে দলটি। গ্রহণযোগ্য কর্মসূচি দিয়ে সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। নতুন দলের কাছে সবাই নতুন রাজনীতিই প্রত্যাশা করছে।


বেশ কিছুটা সময় বিলম্ব হলেও শেষ পর্যন্ত এ মাসের শেষ দিনে নতুন দলের আত্মপ্রকাশ হচ্ছে। নতুন দল গঠনে মতভেদ ও মতভিন্নতা কর্মীদের মধ্যে থাকবে। গণতান্ত্রিক রীতিনীতিতে এটা খুবই স্বাভাবিক আচরণ। মতভিন্নতাকে অতিক্রম করে শেষ পর্যন্ত আত্মপ্রকাশ করাই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঠিক এই মুহূর্তে নতুন একটি দলের আত্মপ্রকাশ দেশের রাজনীতির জন্য জরুরি। আওয়ামী লীগ পালিয়ে গেছে গণবিপ্লবের মুখে। রাজনীতিতে আওয়ামী লীগের শূন্যতা পূরণে নতুন দলের আত্মপ্রকাশ আমাদের আশা জোগাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও