You have reached your daily news limit

Please log in to continue


একটি দল সুযোগ পেলেই বিএনপিকে ছুরিকাঘাতের চেষ্টা করে

জামায়াতের প্রতি ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা ১৯৭১ সালের পরবর্তী নিষিদ্ধ ছিল, তারা জিয়াউর রহমান উদারতার রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন। সেই দলটি যখনি সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জুলাই-আগস্ট গণ-আন্দোলনে নিহত চালকদের পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেন জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল।

ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনের ছাত্রদলকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবির বলে- ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছি। কে কখন নিষিদ্ধ হয় আমরা জানি না। এখন ছাত্রলীগ নিষিদ্ধ কিনা আমরা জানি না। ছাত্রশিবিরকেও আমরা নিষিদ্ধ হতে দেখেছি একসময়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন