You have reached your daily news limit

Please log in to continue


হঠাৎ পানি ও জাগো বাহে তিস্তা বাঁচাই

বিষয়টি অনেকটা বিস্ময়কর! ফেব্রুয়ারি ১৫, ২০২৫ রাতের টিভি সংবাদের মাঝে মরা তিস্তায় হঠাৎ পানির প্রবাহ শুরু হয়েছে বলে ভিডিও দেখানো হচ্ছিল। খবরটা অনেকগুলো টিভিতে প্রচারিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। এ ঘটনা যখন ঘটছিল তখন তিস্তার ধু ধু বালুচরে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে শামিয়ানা টাঙ্গানোর কাজ চলছে। তিস্তা পাড়ের হাজারো ভুক্তভোগী মানুষ তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে একজোট হয়ে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে চারদিক মুখরিত করে ধ্বনি তুলে অবস্থান কর্মসূচিকে সফল করার জন্য স্বেচ্ছাশ্রমে উদ্যোগী হয়েছে ঠিক সেসময়ে শুষ্ক তিস্তার বুকে হঠাৎ পানির তোড় নেমে আসতে দেখে সবাই খুব অবাক।

তাহলে শীতকালে তিস্তায় পানি নেই বলে সীমান্তের ওপাড়ে এতকাল ধরে যে বক্তব্য প্রচার করা হতো তা শুধুই ভাঁওতাবাজি? দুই পাড়ের মানুষ বিস্ময়ের সাথে বলছেন, এবার শীতকালে হিমালয়ের পাদদেশে আগাম বরফ গলতে শুরু হয়েছে নাকি? এই শীতের রাতে তিস্তায় হঠাৎ কেন পানি আসছে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন