ট্রাম্প-পুতিন বৈঠকের প্রস্তুতি চলছে, দাবি রাশিয়ার

যুগান্তর প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে মুখোমুখি বৈঠকের প্রস্তুতি চলছে, যার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের কারণে মস্কোকে পশ্চিমা দেশগুলোর একঘরে করে রাখার নীতি থেকে নাটকীয়ভাবে সরে আসার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ।


শনিবার রুশ রাষ্ট্রায়ত্ত একটি গণমাধ্যমকে তিনি জানান, ‘পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠকে শুধু ইউক্রেন যুদ্ধ নয়, বৈশ্বিক নানা বিষয়ে বৃহত্তর পরিসরে আলোচনাও হতে পারে’।


তিনি বলেন, এখানে প্রশ্ন হলো আমাদের দুই দেশের সম্পর্ককে স্বাভাবিক করার উদ্যোগ শুরু করা, সবচেয়ে সূক্ষ্ম ও সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতিগুলোর নিরসন করার উপায় বের করা । ইউক্রেন পরিস্থিতি সহ এ ধরনের অসংখ্য বিষয় রয়েছে।


তবে তিনি জানান, এ ধরনের একটি বৈঠকের আয়োজনের উদ্যোগ প্রারম্ভিক পর্যায়ে রয়েছে এবং এর বাস্তবায়ন করতে হলে সর্বোচ্চ মাত্রার বিস্তারিত প্রস্তুতিমূলক কার্যক্রমের প্রয়োজন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও