ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকিতে যারা

www.ajkerpatrika.com প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৬

নারীদের প্রজননতন্ত্রের বিভিন্ন ক্যানসারের মধ্যে ডিম্বাশয়ের ক্যানসার অন্যতম। এতে মৃত্যুহার খুব বেশি, ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত। ডিম্বাশয়ের আবরণ, ডিম্বনালি ও পেরিটেনিয়ামের ক্যানসারকে একসঙ্গে ডিম্বাশয়ের ক্যানসার বলে। কারণ, উপসর্গ, রোগনির্ণয় এবং চিকিৎসাপদ্ধতিও তাদের একই রকম। এই ক্যানসার সাধারণত শেষ পর্যায়ে এসে ধরা পড়ে। এর আগে রোগটির উপসর্গগুলো নির্দিষ্ট থাকে না।


উপসর্গ


এই ক্যানসারের নির্দিষ্ট কোনো উপসর্গ থাকে না। তবে কিছু শারীরিক সমস্যাকে উপসর্গ হিসেবে চিহ্নিত করা যায়। যেমন—


» ক্ষুধামান্দ্য


» অল্প খেলে পেট ভরা মনে হয়


» পেট বড় হয়ে যাওয়া


» পেটে ব্যথা অনুভব করা


» পেটে চাকা অনুভব করা


» ওজন কমে যাওয়া


» ঘন ঘন প্রস্রাব হওয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও