আমরা সরকারের বিরুদ্ধে নই, জুলুমের বিরুদ্ধে : গোলাম পরওয়ার

কালের কণ্ঠ প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আমরা সরকারের বিরুদ্ধে নই, জুলুমের বিরুদ্ধে। সেই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।’


তিনি ওই কর্মসূচিতে দেশবাসীকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘এর মধ্যদিয়েই বিনা অপরাধে কারবরণকারী জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করা হবে।’


শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা জেলার ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘যে ট্রাইব্যুনালে মিথ্যা, সাজানো, পাতানো মামলায় নিজামী, মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলীসহ জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, সেই ট্রাইব্যুনালে মানবতাবিরোধীদের মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার হবে। তবে শেখ হাসিনার আমলের ট্রাইব্যুনালে মিথ্যা মামলা আর কথিত বিচার হলেও এখন সঠিক বিচার হলেই শেখ হাসিনা শাস্তি পাবেন।’


মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ‘৫৩ বছরে দেশের মানুষ অনেক সরকারের শাসন দেখেছে। এখন দেখতে বাকি জামায়াতের শাসন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও