গলা খুচখুচ করলেই আদা? হতে পারে যে ক্ষতি

কালের কণ্ঠ প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫২

ঋতু পরিবর্তনের এই সময়ে হঠাৎ ঠাণ্ডা লেগে অনেকেরই গলা খুসখুস করে, কাশি হয়। প্রায় অধিকাংশ ক্ষেত্রেই আদার টুকরা মুখে নেন সকলেই।


অনেকে আবার শুকনা আদা খেতে পছন্দ করেন। তবে কথা হচ্ছে, সব সময় আদা খাওয়া কী স্বাস্থ্যের জন্য উপকারী? তা নিয়েই আজকের প্রতিবেদন।


কারা আদা খাবেন, আর কারা খাবেন না, চলুন জেনে নেওয়া যাক—


মূলত অতিরিক্ত আদা খেলে শরীরের ফ্যাট বার্ন হতে শুরু করে। তাই যারা রোগা ছিপছিপে, তাদের আদা এড়িয়ে যাওয়াই ভালো হবে।


এখানেই শেষ নয়, গর্ভবতী নারীদের ক্ষেত্রেও আদা এড়িয়ে যাওয়া ভালো হবে। মূলত অন্তঃসত্ত্বা নারীদের আদা খেতে বারণ করা হয়।


কারণ আদা খেলে ওষুধের প্রভাব কমে যায়। এতে বাচ্চা এবং তার মায়ের ওপর প্রভাব পড়তে পারে।


অতিরিক্ত আদা খেলে পেটের সমস্যা তৈরি হতে পারে। পেট ব্যথা, পেটে গ্যাস তৈরি হতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও