
কানের ফোড়া ফারানকুলোসিসের কারণ, চিকিৎসা ও সমাধান
প্রথম আলো
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ১৭:৫২
কানের ফারানকুলোসিস হলো বাহ্যিক শ্রবণনালির চুলের ফোলিকেলে সৃষ্ট সংক্রমণ, যা প্রধানত স্ট্যাফিলোকক্কাস অরিয়াস নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এর ফলে কানের ভেতর লাল ও ব্যথাযুক্ত ফোলা তৈরি হয়, যা কানের চ্যানেল বন্ধ করে দিতে পারে।
কারণ
কানের ফারানকুলোসিসের প্রধান কারণ হলো স্ট্যাফিলোকক্কাস অরিয়াস নামক ব্যাকটেরিয়া, যা ত্বকের লোমকূপে প্রবেশ করে সংক্রমণ ঘটায়।
কানের ভেতরে ছোটখাটো ক্ষত থাকলে ব্যাকটেরিয়া সহজেই প্রবেশ করতে পারে এবং সংক্রমণ ঘটাতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- কানের যত্ন