যশোর বিএনপির ‘স্মরণকালের সেরা’ মহাসমাবেশ, পৌঁছেছেন মির্জা ফখরুল

ঢাকা পোষ্ট যশোর প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৯

যশোর জেলা বিএনপির ‘স্মরণকালের সেরা’ মহাসমাবেশ শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত এ মহাসমাবেশে যোগ দিতে ইতোমধ্যে যশোরে পৌঁছেছেন বিএনপির মহাসচিব ও আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যশোর বিমানবন্দরে মঙ্গলবার বেলা ১২টার দিকে তাকে স্বাগত জানান খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।


যশোর জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, আজকের এ মহাসমাবেশ হবে সর্বকালের সেরা সমাবেশ। ইতোমধ্যে মাইকে প্রচার-প্রচারণার পাশাপাশি বিলি হয়েছে দাওয়াতপত্র ও লিফলেট। সমাবেশস্থলের সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।


যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত এ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।


মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে যশোর টাউন হল ময়দানে এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশ ঘিরে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরাও সমাবেশের উদ্দেশ্যে জেলা শহরে আসতে শুরু করেছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও