
অন্তর্বর্তী সরকার ও জুলাইয়ের ছাত্রনেতারা ক্রেডিবিলিটি হারিয়েছে: মঞ্জু
অন্তর্বর্তী সরকার ও জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা ক্রেডিবিলিটি (বিশ্বাসযোগ্যতা) অনেকটাই হারিয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। তিনি বলেছেন, গতকাল মঙ্গলবার উত্তরায় উপদেষ্টারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ৯ ঘণ্টা আটকে ছিলেন। এর আগে যমুনায় এক উপদেষ্টাকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ করা হয়। এসবের অর্থ, উপদেষ্টাদের প্রতি জনগণের ক্ষোভ তৈরি হয়েছে।
আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের বৈঠক শেষে মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এ মন্তব্য করেন।
এবি পার্টির সভাপতি বলেন, ‘এটা খুব দুঃখজনক, সরকারের ক্রেডিবিলিটি এখন অনেক কমে গেছে। গতকাল উপদেষ্টারা ৯ ঘণ্টা আটকে ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। এর মানে, জনগণের ক্ষোভ উপদেষ্টাদের প্রতি তৈরি হয়েছে। এর আগেও যমুনায় একজন উপদেষ্টাকে বোতল নিক্ষেপ করা হয়েছে।