
কুমিল্লায় আজ এনসিপির পদযাত্রা
কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা হবে আজ বুধবার (২৩ জুলাই)। গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
মঙ্গলবার (২২ জুলাই) এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পদযাত্রাটি চাঁদপুর-কুমিল্লা সড়ক ধরে কুমিল্লার দিকে অগ্রসর হবে। কুমিল্লায় পৌঁছে শহীদ মাসুমের কবর জিয়ারতের পর নগরীর টমছমব্রিজ এলাকায় গাড়ি থেকে নেমে মূল পদযাত্রা শুরু হবে। এরপর পদযাত্রাটি টমছমব্রিজ, পূবালী চত্বর, ঝাউতলা, পুলিশ লাইন্স হয়ে জেলা পরিষদ/সিটি কর্পোরেশন রোড ধরে ফৌজদারি রোড, প্রেসক্লাব, শিল্পকলা মোড়, মোগলটুলি, রাজগঞ্জ, মনোহরপুর, লিবার্টি চত্বর হয়ে টাউন হলে গিয়ে শেষ হবে। সেখানে একটি জনসভা অনুষ্ঠিত হবে।
সভা শেষে অংশগ্রহণকারীরা শাসন গাছা, আলেখারচর হয়ে ক্যান্টনমেন্টের পাশ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাত্রা করবেন।