বায়ুদূষণ ও জনস্বাস্থ্য: বাংলাদেশ কতটা ঝুঁকিতে?

বণিক বার্তা কবিরুল বাশার প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১

বায়ুদূষণ আধুনিক বিশ্বের অন্যতম গুরুতর পরিবেশগত সমস্যা। বিশেষ করে বাংলাদেশে বায়ুদূষণ এক ভয়াবহ সংকট হিসেবে দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, দূষিত বাতাস শ্বাসপ্রশ্বাসজনিত নানা রোগসহ হৃদরোগ, স্ট্রোক ও ক্যান্সারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। ঢাকাসহ দেশের বড় শহরগুলোয় বায়ুদূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে, যা সাধারণ জনগণের স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলছে।


বিশ্বব্যাপী অক্ষমতা ও মৃত্যুর শীর্ষ কারণ হচ্ছে বায়ুদূষণ। প্রতি বছর প্রায় ৯০ মিলিয়ন মানুষ দূষণে মারা যায়, যার দুই-তৃতীয়াংশই মারা যায় শুধু বায়ুদূষণের কারণে। ডব্লিউএইচওর মতে, বায়ুদূষণ বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ মিলিয়ন লোককে হত্যা করে। মূলত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পায়। বেশকিছু গবেষণায় দেখা গেছে, দূষিত বায়ু শ্বাস নেয়ার ফলে একজন ব্যক্তির হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ, ফুসফুসের সংক্রমণ এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও