You have reached your daily news limit

Please log in to continue


গুলশানে বিক্রিতব্য বাণিজ্যিক ভবনের দাম ১১০০ কোটি টাকা

রাজধানীর গুলশান এভিনিউ সড়ক সংলগ্ন বহুতল খন্দকার টাওয়ার বিক্রির গুঞ্জন রয়েছে দেশের প্রপার্টির বাজারে। বিভিন্ন সূত্রে জানা গেছে, তিন বেজমেন্টসহ ১৮তলা ভবনটির দাম চাওয়া হচ্ছে ১ হাজার ১০০ কোটি টাকা। ৩১ কাঠার বাণিজ্যিক প্লটে গড়ে তোলা হয়েছে ২ লাখ ৪৮ হাজার বর্গফুটের খন্দকার টাওয়ার, যার মালিক খন্দকার বদরুল হাসান নামের এক ব্যবসায়ী।

বিভিন্ন ও নিজস্ব সূত্র, ব্যক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি প্রপার্টি বেচা-কেনার ওয়েবসাইটগুলোর মাধ্যমে মূলত জমি, প্লট বা অ্যাপার্টমেন্ট বিক্রির চেষ্টা করেন বিক্রেতারা। সরজমিন খন্দকার টাওয়ারে গিয়ে ‘‌স্পেস অ্যাভেইলেবল’ থাকার একটি বিজ্ঞাপন পাওয়া যায়। বিজ্ঞাপনে থাকা নম্বরে ফোন দিলে ভবনটির ম্যানেজার পরিচয় দেয়া এক ব্যক্তি বিস্তারিত না জানিয়ে সরাসরি কথা বলার পরামর্শ দেন। যদিও খন্দকার টাওয়ার বিক্রির খবরটি সত্য নয় বলে বণিক বার্তার কাছে দাবি করেন খন্দকার বদরুল হাসানের ভাগনে মামুন খন্দকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন