দেশের বাজারে এল অপো’র ‘রেনো১৩ সিরিজ’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৭

এবার দেশের বাজারে ‘রেনো১৩ সিরিজ’-এর স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড অপো।


চীনা কোম্পানিটি বলেছে, এ সিরিজের স্মার্টফোনে গ্রাহকদের জন্য অপেক্ষা করছে ‘ফ্যাশন ও প্রযুক্তির এক অবিশ্বাস্য মেলবন্ধন’। প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ফ্যাশন উপাদানের সমন্বয়ে এ ডিভাইসটি তৈরি হয়েছে, যা গ্রাহকদের মোবাইল ব্যবহারের অভিজ্ঞতাই বদলে দেবে বলে দাবি ব্র্যান্ডটির।


প্রজাপতির ডানার মতো করে তৈরি ‘বাটারফ্লাই শ্যাডো’ ও ‘লুমিনাস লুপ’-- এই দুটি ডিজাইনের মাধ্যমে নান্দনিকতা ও ভাব প্রকাশে ‘রেনো১৩ সিরিজ’ নতুন মানদণ্ড তৈরি করেছে বলে দাবি অপোর।


এ স্মার্টফোনে রয়েছে বাটারফ্লাই শ্যাডো ডিজাইন, যাতে ফুটে উঠেছে ‘প্রকৃতির গভীর অকৃত্রিম নান্দনিকতা, সাহসিকতা ও শহুরে জীবনের গতিময়তা’।


এ ছাড়াও এতে রয়েছে ‘লেজার ডিরেক্ট রাইটিং টেকনিক’, যার ফলে ফোনটি নাড়াচাড়া করলে ‘উড়ন্ত প্রজাপতি’র মতোই প্রতিবিম্ব পড়বে বলে দাবি অপোর।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও