![](https://media.priyo.com/img/500x/https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/15/1739589610-4192523ceccaf8a7542b710e1fcb4bcf.jpg)
ছাত্রদের নতুন দলের আদর্শ কী হবে?
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬
স্বাধীন হওয়ার পর বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন নামে নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে। কোনোটি টিকে আছে, কোনোটি হারিয়ে গেছে। এই দলগুলোর কোনোটি ডান, কোনোটি বামপন্থী আদর্শের। কোনো দল জাতীয়তাবাদকে প্রাধান্য দেয়, আবার কোনোটি ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক আদর্শকে সামনে রেখে এগিয়েছে।
জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় নতুন দল গঠনের ঘোষণা দিয়েছে ছাত্ররা। নতুন দল গঠনের এই কাজটি তত্ত্বাবধান করছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। প্রশ্ন উঠেছে ছাত্রদের এই নতুন দলের আদর্শ কী হবে?
ছাত্রদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশে বামপন্থী কিংবা ডানপন্থী রাজনীতির যে ধারা, ছাত্রদের নতুন দল যেন সেটার কোনোটির মধ্যেই না থাকে। এই অবস্থানকে তারা বলছেন মধ্যপন্থী অবস্থান।