![](https://media.priyo.com/img/500x/https://images.ajkerpatrika.com/original_images/bnp-alal.jpg)
জাতীয় নেতারা থাকতে বৈষম্যবিরোধীরা বিদেশি নেতাদের অনুসরণ করছে কেন: আলাল
মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের মতো জাতীয় নেতাদের রেখে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা বিদেশের নেতাদের অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।
আজ শনিবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ‘দেশের মাটিতে বেড়ে ওঠা তরুণদের কাছে বিদেশি নেতারা ‘এত জনপ্রিয় কেন’ সেই প্রশ্ন তুলেছেন এই বিএনপি নেতা।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মওলানা ভাসানী, শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ জিয়ার মতো নেতারা আছেন। তাদের আদর্শ থাকার পরও তরুণরা কেন বাইরের নেতাদের অনুসরণ করছে? এই বিষয়টি জাতির সামনে পরিষ্কার করা প্রয়োজন, নাহলে ভবিষ্যৎ প্রজন্ম বিভ্রান্তিতে থাকবে।’
৫ অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনের সামনে থাকা তরুণ ছাত্র নেতৃত্ব ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে নতুন রাজনৈতিক দল গঠন করতে পারে। দলটির গঠনের সঙ্গে যুক্ত জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বরাতে বিবিসি বাংলা বলছে, তাঁরা জাতীয়তাবাদ, সেক্যুলার বা ধর্মভিত্তিক— কোনো আদর্শকেই সামনে রাখতে চান না।