ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে কথা বলবে: আলী রীয়াজ

প্রথম আলো প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৯

সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে কথা বলবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের লক্ষ্য দ্রুততার সঙ্গে সংস্কারের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা, যাতে নির্বাচনের পথে অগ্রসর হওয়া যায়।


জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ এ কথা বলেন। আজ শনিবার ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে কমিশনের লক্ষ্য ও বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২৭টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে ওই বৈঠক করে কমিশন। এতে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।


জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক আজ বেলা তিনটার পর শুরু হয়। প্রায় চার ঘণ্টা ধরে এ বৈঠক চলে। বৈঠক শেষে আলী রীয়াজ সাংবাদিকদের বলেন, আজকের বৈঠকের লক্ষ্য ছিল জাতীয় ঐকমত্য কমিশনের প্রক্রিয়াটি কী হবে, সে বিষয়ে আলাপ-আলোচনা করা। এক অর্থে এটি আনুষ্ঠানিক উদ্বোধন হিসেবে বিবেচনা করা যায়। ২৭টি দল ও জোটের পক্ষ থেকে এক শ জনের বেশি রাজনীতিক বৈঠকে যোগ দেন। তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলের বক্তব্যে যে বিষয়গুলো খুব স্পষ্ট হয়ে উঠেছে—জাতীয় ঐক্য রক্ষার আর কোনো বিকল্প নেই। সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দলগুলো দৃঢ়তা প্রকাশ করেছে। তাদের (দলগুলো) পক্ষ থেকে বলা হয়েছে, তারা জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের এই সংস্কারপ্রক্রিয়াকে সহযোগিতা করবে, সাহায্য করবে, অংশগ্রহণ করবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও