ভালোবাসা সহজাত পবিত্র মানবীয় গুণ। ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র নির্বিশেষে প্রত্যেক মানুষই ভালোবাসার গুণে গুণান্বিত। লেখাপড়া বা খেলাধুলা শিখতে হয়। চর্চা করতে হয়। ভালোবাসা শেখার জন্য তেমন কোনো কসরতের প্রয়োজন হয় না। লেখাপড়ায় ভালো না করতে পারলে অনেকে কোচিং করেন।
গান শিখতে ওস্তাদের শরণাপন্ন হন। ভালো খেলোয়াড় হতে হলেও অব্যাহতভাবে চর্চা করতে হয়। কিন্তু একজন প্রেমিক হতে এসব কিছুই করা লাগে না। ভালোবাসতে টাকা লাগে না। বিদ্যা অর্জন করতে হলে লেখাপড়া করতে হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া লাগে। ভালোবাসতে হলে প্রাতিষ্ঠানিক চর্চার দরকার হয় না।