You have reached your daily news limit

Please log in to continue


রিজভীর বক্তব্য জাতীয় ঐক্যবিরোধী এবং দুরভিসন্ধিমূলক : জামায়াত

রাজশাহীর বাগমারা উপজেলার এক স্মরণসভায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জামায়াতে ইসলামীকে ‘মুনাফিক’ বলে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে মতিউর রহমান আকন্দ বলেন, ‘তার (রিজভী) এই বক্তব্য জাতীয় ঐক্যবিরোধী এবং দুরভিসন্ধিমূলক। দেশবাসী মনে করে, এ ধরনের বক্তব্য সৌজন্যতা ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।’ 

বিবৃতিতে তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারা উপজেলার এক স্মরণসভায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ‘আমরা জামায়াতকে সমর্থন করিনি।

বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু সব সময় এই দলটি মুনাফেকি করেছে। মুনাফেকি ছাড়া তারা কিছু করেনি।’ মর্মে যেসব মন্তব্য করেছেন, তা আপত্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

তিনি আরো বলেন, রিজভী জামায়াতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে আসলে কী অর্জন করতে চান, তা আমাদের কাছে স্পষ্ট নয়। ফ্যাসিবাদমুক্ত পরিবেশে দেশকে যখন ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেই মুহূর্তে তার এই বক্তব্য জাতীয় ঐক্যবিরোধী এবং দুরভিসন্ধিমূলক। দেশবাসী মনে করে, এ ধরনের বক্তব্য সৌজন্যতা ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন