You have reached your daily news limit

Please log in to continue


কম খরচে ঘুরে আসতে পারেন যে ১০ দেশে

বাংলাদেশি পর্যটকদের জন্য বিদেশ ভ্রমণ এখন আগের চেয়ে অনেক সহজ ও সাশ্রয়ী হয়েছে। বিশেষ করে কিছু দেশ রয়েছে, যেখানে কম খরচে এবং সহজ প্রক্রিয়ায় ভিসা নিয়ে ঘুরে আসা যায়। 

ভারত ছাড়া অন্য যেসব দেশ ভ্রমণ খরচ কম এবং বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধাজনক, সেই দেশগুলো নিয়ে আজ আমরা জানব।  

১. নেপাল– হিমালয়ের কোলে সৌন্দর্যের রাজ্য

বাংলাদেশি পর্যটকদের জন্য নেপাল অন্যতম সাশ্রয়ী গন্তব্য। কাঠমান্ডু ও পোখারার প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি পরিবেশ এবং এভারেস্ট বেস ক্যাম্পের অভিজ্ঞতা পর্যটকদের আকর্ষণ করে। নেপালে অন-অ্যারাইভাল ভিসা ফ্রি, যা ভ্রমণকে আরও সহজ করে তোলে। ঢাকা থেকে সরাসরি বিমান বা ভারতের হয়ে বাসে যাওয়া যায়।

২. ভুটান– সুখী মানুষের দেশ

ভুটান ভ্রমণে বাংলাদেশিদের জন্য কোনো ভিসা প্রয়োজন নেই, তবে SDF (Sustainable Development Fee) দিতে হয়। পারো ও থিম্পুর পাহাড়ি সৌন্দর্য এবং বৌদ্ধ মন্দিরগুলো পর্যটকদের মন জয় করে নেয়। ঢাকা থেকে সরাসরি ফ্লাইট বা ভারতের হয়ে সড়কপথে যাওয়া যায়।

৩. শ্রীলংকা– ভারত মহাসাগরের মুক্তা

বাংলাদেশিরা শ্রীলংকায় ETA (Electronic Travel Authorization) নিয়ে অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। রাজধানী কলম্বো, ঐতিহাসিক ক্যান্ডি শহর, গল ও সমুদ্রসৈকত পর্যটকদের মুগ্ধ করে।

৪. মালয়েশিয়া– আধুনিকতার শহর কুয়ালালামপুর

মালয়েশিয়া ভ্রমণের জন্য বাংলাদেশিদের সহজেই ভিসা পাওয়া যায়। কম খরচে এয়ার এশিয়ার মতো এয়ারলাইনের অফারে কুয়ালালামপুর বা লাংকাউই ভ্রমণ সম্ভব। উন্নত অবকাঠামো ও প্রাকৃতিক সৌন্দর্য মালয়েশিয়াকে জনপ্রিয় করে তুলেছে।

৫. থাইল্যান্ড– সৈকত ও রাতের শহর ব্যাংকক

থাইল্যান্ড বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা দেয়। ব্যাংকক, ফুকেট, পাতায়া ও চিয়াং মাই পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য। খাবার, কেনাকাটা ও বিনোদনের জন্য থাইল্যান্ড সেরা একটি দেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন