![](https://media.priyo.com/img/500x/https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/12/1739339817-7709b70d3c80a23096ab6b16e606b211.jpg)
গরুর লাম্পি স্কিন টিকা আবিষ্কার হলো দেশেই, খরচ ৭০ টাকা
কালের কণ্ঠ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১
সাধারণত গরু ও মহিষের হয়ে থাকে লাম্পি স্কিন ডিজিজ। এই রোগে পশুর চামড়ায় ফোসকা পড়ে যায়। ২০১৯ সালে দেশে এই রোগ শনাক্তের পর এখন সারা দেশে তা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। ভাইরাসজনিত সংক্রামক রোগ হওয়ায় টিকা ছাড়া এর কোনো চিকিৎসাও নেই।
বিদেশ থেকে আমদানি করতে প্রতি টিকায় ২৫০-৩০০ টাকা ব্যয় হয়। এখন দেশেই প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) নতুন টিকা আবিষ্কার করেছে। এতে ব্যয় হবে ৭০ টাকার মতো। এটা কার্যকর বলেও প্রমাণ পেয়েছে সংস্থাটি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- লাম্পি স্কিন