You have reached your daily news limit

Please log in to continue


খুলনায় জমি অধিগ্রহণ ছাড়া বেড়িবাঁধ নির্মাণ, ঠিকাদার-এলাকাবাসী মুখোমুখি

খুলনার কয়রা উপজেলার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ নির্মাণ ও পুনর্বাসন প্রকল্পের জন্য অধিগ্রহণ না করেই ব্যক্তিমালিকানাধীন জমিতে কাজ শুরু করছে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার। এ নিয়ে ঠিকাদার ও এলাকাবাসী মুখোমুখি অবস্থানে রয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, ক্ষতিপূরণের টাকা না দিয়ে একরকম জোর করে সরিয়ে দেওয়া হচ্ছে তাদের। টাকা পাবেন কি-না তা নিয়েও শঙ্কা রয়েছে। এ নিয়ে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা।

তবে পানি উন্নয়ন বোর্ড খুলনার নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, জমি অধিগ্রহণের জন্য প্রস্তাবনা দেওয়া রয়েছে। অনুমোদন হলে জেলা প্রশাসকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘পুনর্বাসন’ প্রকল্পের আওতায় এক হাজার ১৭২ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নে যৌথভাবে দায়িত্বে পেয়েছে পানি উন্নয়ন বোর্ড খুলনা ও সাতক্ষীরা-২ বিভাগ। এ দুই বিভাগ থেকে দরপত্রের মাধ্যমে ২৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের অনুমতি পেয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন