![](https://media.priyo.com/img/500x/https://images.ajkerpatrika.com/original_images/Ranveer-Allahbadia-3.jpg)
বিতর্কিত মন্তব্য করে বিপদে রণবীর
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০
ভারতীয় মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রে একটি ইউটিউব শো। কমেডি শোটির নাম ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’। ভারতের উঠতি কমেডিয়ানদের সুযোগ দেওয়া হয় এ শোয়ে। কমেডিয়ান সময় রায়না থাকেন উপস্থাপক হিসেবে, বিচারক প্যানেলে থাকেন আরও কয়েকজন। মাঝেমধ্যে অতিথি বিচারক হিসেবে আনা হয় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের। ইন্ডিয়াস গট ল্যাটেন্টের সাম্প্রতিক এক পর্বে আনা হয়েছিল কনটেন্ট ক্রিয়েটর রণবীর এলাহবাদিয়াকে, ইউটিউবে যিনি বিয়ারবাইসেপস নামে পরিচিত। ওই পর্বে রণবীর এক প্রতিযোগীকে এমন এক অশ্লীল প্রশ্ন করেন, যা নিয়ে চলছে তুমুল বিতর্ক।