![](https://media.priyo.com/img/500x/https://images.ajkerpatrika.com/original_images/aphjl-hsn-o-sdy-islm-m-2.jpg)
ঈদের নাটকের দম্পতি আফজাল ও মৌ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০১
ঈদের নাটকে জুটি হয়ে অভিনয় করলেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কোনো একদিন’ নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁদের। নির্মাতা জানিয়েছেন, নাটকের গল্পে ক্যানসার ধরা পড়ে আফজাল হোসেন অভিনীত চরিত্রটির। বোনম্যারো স্থানান্তর করতে হবে তার। কারও সঙ্গে মিলছিল না বোনম্যারো। এমন অবস্থায় তার অফিসে হাজির হয় এক যুবক। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।