দীঘির কি কোনো ‘প্রিয় প্রাক্তন’ আছে, জবাবে যা বললেন অভিনেত্রী

প্রথম আলো প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৪

অভিনয়ের প্রস্তাব পেলেই রাজি হয়ে যান না। গল্প মনের মতো হলে তবেই সবুজসংকেত দেন প্রার্থনা ফারদিন দীঘি। প্রিয় প্রাক্তন-এও সেই বিবেচনা থেকেই অভিনয় করেছেন। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে আলাপের সূত্র ধরে ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে ‘বিনোদন’–এর সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী। সাক্ষাৎকার নিয়েছেন রেজওয়ান সিদ্দিকী


প্রথম আলো : 


‘প্রিয় প্রাক্তন’ থেকে কেমন সাড়া পাচ্ছেন?


প্রার্থনা ফারদিন দীঘি: হুট করেই এটি মুক্তি পেয়েছে। তা ছাড়া কম প্রচারণা হয়েছে। তাই ধরে নিয়েছিলাম, মানুষের কাছে হয়তো দেরি করে পৌঁছাবে। কিন্তু না, খুব ভালো সাড়া পাচ্ছি। অনলাইনে পজিটিভ লেখালেখি হচ্ছে।
প্রথম আলো : 


আপনার কি কোনো ‘প্রিয় প্রাক্তন’ আছে?
প্রার্থনা ফারদিন দীঘি: আমার মনে হয়, প্রাক্তন কেউ ওভাবে প্রিয় হয় না। মুহূর্তগুলো প্রিয় হয়। তবে আমার আসলে কিছু নেই।
প্রথম আলো: ওয়েব কনটেন্টেই কি বেশি মনোযোগ এখন?


প্রার্থনা ফারদিন দীঘি: তেমনটা নয়। যখন কাজের প্রস্তাব আসে, গল্পটা শুনি। পছন্দ হলে অভিনয় করি। সেটা সিনেমা হোক কিংবা ওটিটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও