 
                    
                    বোধের হাঁড়িতে ঢোলের বাড়ি
কার মুখ কে আটকায়! তা সম্ভবও নয়। ৫ আগস্টের ঘটনাবলি আরও অনেক কিছুর সঙ্গে মানুষের মুখ খুলে দিয়েছে। মনমতো কথা ফোটানোর একটা চর্চা চলছে। যার যেটা মনে হয়, বলে দিচ্ছেন। বলাবলি শুরু হয়েছে, ড. ইউনূস কুলাচ্ছেন না। উপদেষ্টারাও নাকি ঠিকমতো পারছেন না। এর বিপরীত মতও আছে। অনেকে বলছেন, এখনই চলে গেলে কাকে বসাবেন? বরং প্রেশার দিয়ে কাজ করিয়ে নিতে হবে।
প্রেশারটা বুঝতে শুরু করেছেন, উপদেষ্টাদের কেউ কেউ। যথাসময়ে যথাকাজ করতে না পারার কথা স্বীকার করতেও শুরু করেছেন। বাড়তি চাপ অনুভবের কথা জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। বিশেষ করে, আর্থিক যেসব ক্ষতি হয়েছে সেগুলো পুষিয়ে নিয়ে দেশের অর্থনীতিকে মোটামুটি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এ উপলব্ধির কথাও জানিয়েছেন, কিছু কিছু কাজ বাইরে থেকে বলা যত সহজ ভেতর থেকে বুঝা যায় একটা সমস্যার সমাধান করতে গেলে আরেকটা সমস্যা সামনে এসে পড়ে। স্বাভাবিকভাবেই সরলীকরণ করে কোনো সমস্যার সমাধান করা যায় না।
- ট্যাগ:
- মতামত
- মূল্যস্ফীতি
- মূল্যস্ফীতির হার
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                -68f7ebaa39de2-6903ee942e8e5.jpg)