![](https://media.priyo.com/img/500x/https://cdn.deshrupantor.net/contents/cache/images/900x505x1/uploads/media/2025/02/11/aaf33d0f29e17ef2d2d7474d6b8c40ca-67aac4f1887e3.jpg?jadewits_media_id=95062)
গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত ৫১
দেশ রূপান্তর
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৯
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা সিটিতে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় ৫১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই। দেশটির একটি হাইওয়ে ব্রিজ থেকে যাত্রীবাহী বাসটি দূষিত খাদে পড়ে যাওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরা।
শহরের ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো সাংবাদিকদের বলেন, বাসের ধ্বংসাবশেষে আটকে পড়া লোকদের বাঁচানোর প্রচেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী। তাদের মরদেহ প্রাদেশিক একটি মর্গে পাঠানো হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বাস দুর্ঘটনা