You have reached your daily news limit

Please log in to continue


কেন এত দিন খুঁজে ধরে ফেলা হয়নি ‘ডেভিলদের’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটা করে ঘোষণা দিয়ে ডেভিল, অর্থাৎ শয়তান খুঁজতে বা ধরতে নেমেছে। গাজীপুরে ছাত্র-জনতার ওপর পরিকল্পিতভাবে আওয়ামী লীগের হামলার পর এ অভিযান অনেকের মনে স্বস্তি তৈরি করেছে; সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে এর বহিঃপ্রকাশও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটা করে অভিযানের কথা ঘোষণা করার পর আমার মনে পড়ে গেল ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানটির কথা। স্লোগানটির সঙ্গে জড়িয়ে আছে আমাদের জাতির ইতিহাসের এক অন্ধকার সময়ের কথা।

ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ভাষণ দেওয়ার প্রতিক্রিয়ায় ৫ ফেব্রুয়ারি ও এর পরে অনেক ঘটনা ঘটে গেল বাংলাদেশে। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে ঘোষণা দিয়ে। শুধু তা–ই নয়, সারা দেশে অন্তত ৩৫টি জেলায় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে কিংবা পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপর হলো গাজীপুরের ঘটনা।

তিন–চারটি দিন বাংলাদেশ গেল নৈরাজ্যকর একটা পরিস্থিতির মধ্য দিয়ে। উত্তেজনার পারদ নিচে নেমে আসার পর এবার সময় হয়েছে নিরাবেগ হিসাব-নিকাশের। খতিয়ে দেখা দরকার যা ঘটল (কিংবা ঘটতে দেওয়া হলো), যেভাবে ঘটল এবং এর ভবিষ্যৎ প্রভাবইবা কী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন