উন্নয়নশীল দেশের তালিকায় উত্তীর্ণ হওয়ার চ্যালেঞ্জ

কালের কণ্ঠ ড. আনোয়ারউল্লাহ চৌধুরী প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১

জাতিসংঘের রেটিং অনুসারে বাংলাদেশ এরই মধ্যে উন্নয়নশীল দেশের প্রাথামিক তালিকায় স্থান করে নিয়েছে। সব কিছু ঠিক থাকলে অর্থাৎ কোনো দুর্বিপাক না ঘটলে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে বাংলাদেশ চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তীর্ণ হবে। বাংলাদেশের জন্য এটি অত্যন্ত আনন্দদায়ক একটি সংবাদ। কারণ কোনো দেশই দরিদ্র বা স্বল্পোন্নত দেশ হয়ে থাকতে চায় না।


এটি মর্যাদাহানিকর। তাই প্রতিটি দেশই চেষ্টা করে কিভাবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে এসে উন্নয়নশীল এবং পরবর্তী সময়ে উন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া যায়। উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় স্থান লাভ করার জন্য যে তিনটি আবশ্যিক শর্ত পালন করতে হয়, বাংলাদেশ তার প্রতিটিতেই ভালো করেছে। কাজেই উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উন্নীত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও