![](https://media.priyo.com/img/500x/https://images.ajkerpatrika.com/original_images/elon-musk_S5aMOfQ.jpg)
টিকটক কেনার কোনো ইচ্ছে নেই মাস্কের
যুক্তরাষ্ট্রে নিষিদ্ধের হাত থেকে টিকটককে বাঁচিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বরাবর এই চীনা সংস্থার মার্কিন মালিকানা দেশেই রাখার পক্ষে বলে এসেছেন। ধারণা করা হচ্ছিল, ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কিনবেন।
তবে শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, স্বল্পদৈর্ঘ্যের এই জনপ্রিয় ভিডিও অ্যাপ কেনার কোনো পরিকল্পনা তাঁর নেই।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান মিডিয়া কোম্পানি অ্যাক্সেল স্প্রিঙ্গার এসই–এর অংশ দ্য ওয়েল্ট গ্রুপ সম্প্রতি একটি সম্মেলনের আয়োজন করে। সেখানে ইলন মাস্ক ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। সেই আলোচনায় তিনি বলেন, ‘আমি টিকটকের জন্য কোনো বিড করিনি।’
মাস্কের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি মাস্ক চান, তাহলে তিনি টিকটক কিনতে পারেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ক্রয়
- ইলোন মাস্ক
- টিকটক