পরিষ্কারের ভুলে সময়ের অপচয়
ঘরবাড়ি জিনিসপত্র পরিষ্কার রাখা স্বাস্থ্যকর অভ্যাস। তবে পরিষ্কারের ধারাবাহিকতা বজায় না রাখলে এক কাজ দুবার করতে হতে পারে।
তাই পরিষ্কার করতে গিয়ে কিছু জাদুকরী কৌশল মাথায় রাখা উচিত।
সঠিক ধারাবাহিকতায় পরিষ্কার করা
“ভুল ধারাবাহিকতায় পরিষ্কার করলে একই কাজ দুবার করতে হতে পারে”- রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের নিউ বস্টন ভিত্তিক পরিষ্কারক প্রতিষ্ঠান ‘ক্যাননবল’য়ের প্রতিষ্ঠাতা সিয়ান ব্যালেনটাইন।
বেশিরভাগ থেকে ওপর থেকে নিচে পরিষ্কার করা সেরা পদ্ধতি। মানে হল আগে ওপরের দিকের সব কিছুর ধুলা ঝাড়া তারপর মেঝে পরিষ্কার করা।
আর চুলার বা মাইক্রোওয়েভের আঠালোভাব দূর করা বা বাথরুমের বেসিন কমোড অবশ্যই প্রথমে ধুতে হবে। তারপর নিচের অংশে পরিষ্কার করতে হবে।
বেশি পরিষ্কারক ব্যবহার করা
যে কোনো ধরনের সাবান অতি মাত্রায় ব্যবহার করলে, সেটা ধুতেও বেশি সময় খরচ হবে। তাছাড়া সাবানের অপচয় ঘটবে।
আর সাবান বা পরিষ্কারকের আঠালোভাব মেঝেতে বা অন্য কোনো জিনিসে থেকে গেলে সেখানে দ্রুত ময়লা আটকাবে।
- ট্যাগ:
- লাইফ
- পরিষ্কার-পরিচ্ছন্নতা