![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/tec-20250208121328.jpg)
ফ্রিজের উপর জিনিসপত্র রেখে ভুল করছেন না তো?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩
সবার বাড়িতেই এক বা একাধিক ফ্রিজ রয়েছে। কাঁচা কিংবা রান্না খাবার সংরক্ষণের জন্য ফ্রিজের বিকল্প নেই। অনেকেই আছেন ফ্রিজটিকে বিভিন্ন কিছু দিয়ে সাজান। ফ্রিজের উপরে শোপিস, ফুলদানি রাখেন। তবে অনেকেই আবার জানেন না, ফ্রিজের উপর কিছু জিনিস রাখা ঠিক নয়। এতে ফ্রিজের ক্ষতি হতে পারে।
>> যে সব জিনিস সহজেই পচে যেতে পারে, এমন কিছু রাখতে নেই ফ্রিজের উপর। এছাড়া গরমে বা ধুলো পড়ে যে সব জিনিস খারাপ হতে পারে, এমন কিছুও ফ্রিজের উপর রাখতে নেই।