অযাচিত ভ্যাট বৃদ্ধি : মানুষের কষ্ট বাড়ছে
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ-এর মতে, যে-সব পণ্য ভ্যাট বাড়ানো হয়েছে তাতে জনজীবনে কষ্ট বাড়বে না। তিনি বলেন, মূল্যস্ফীতির মূল ইন্ডিকেটর চাল, ডাল ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্যসমূহ। তাই যে-সব পণ্যে ভ্যাট বাড়ানো হচ্ছে তাতে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না।
মূল্যস্ফীতির মূল ইন্ডিকেটর চাল, ডাল ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্য হলেও সম্প্রতি শতাধিক পণ্য ও সেবার উপর যে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে, তার মধ্যে দুই-একটা জায়গায় কমানো হয়েছে এবং প্রত্যাহার করা হয়েছে যেমন ঔষধের ক্ষেত্রে ব্যবসায়ী পর্যায়ে যেটা ছিল সেটা কমানো হয়েছে। কিছু জায়গাতে ১০ শতাংশ ছিল সেটা ১৫ শতাংশ করা হয়েছে, ৫ শতাংশ থাকলে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে।
- ট্যাগ:
- মতামত
- ভ্যাট
- মূল্যস্ফীতি