You have reached your daily news limit

Please log in to continue


অন্যায় দাবি-দাওয়ার অবসান হোক

বিভিন্ন কারণে দেশের সাধারণ মানুষের যাপিতজীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা দিনের পর দিন যেন বেড়েই চলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাবের পাশাপাশি আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার গাছাড়া ভাব ইত্যাদি কারণে সাধারণ মানুষের রাস্তাঘাটে চলাচলের স্বাধীনতাটুকু পর্যন্ত এখন হুমকির সম্মুখীন। কারণ যখন-তখন, যে-সে, যেখানে-সেখানে রাস্তাঘাট, রেলপথ অবরোধ করে চলাচলরত মানুষকে অবরুদ্ধ করে রাখায় নারী, শিশু, বৃদ্ধসহ সব শ্রেণির মানুষকে ঘণ্টার পর ঘণ্টা বন্দি অবস্থায় রাস্তায় সময় কাটাতে হচ্ছে। আর এসব ক্ষেত্রে দায়িত্বরত পুলিশ বাহিনী কন্যাদায়গ্রস্ত পিতার মতো আচরণ করে চলেছে। বেআইনিভাবে রাস্তা অবরোধকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হওয়ায় রাজপথ অবরোধসহ অন্যান্য ক্ষেত্রেও একশ্রেণির আইন অমান্যকারী ব্যক্তি বা গ্রুপ তাদের অন্যায়, অন্যায্য কার্যকলাপ অব্যাহত রেখে চলেছে; এমনকি থানা পুলিশের কাছ থেকেও তারা আসামি ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এ অবস্থায় অসহায়, দুর্বল মানুষের ওপর সবলের অত্যাচারও দিনের পর দিন বেড়ে চলেছে। বিশেষ করে, সারা দেশের মফস্বল অঞ্চল বা প্রত্যন্ত এলাকায় এ ধরনের অন্যায়-অত্যাচার, জুলুমবাজি প্রকট আকার ধারণ করেছে। দেশের বিভিন্ন এলাকায় আইনের শাসনের ঘাটতি থাকায়, সেসব এলাকার মানুষের যাপিতজীবন কষ্টদায়ক হয়ে উঠেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন