![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2025February/ju-student-parliament-election-070225-01-1738940791.jpg)
জাকসু নির্বাচন ২১ মের মধ্যে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২১ মের মধ্যে এ নির্বাচন হবে বলে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী মে মাসের তৃতীয় সপ্তাহে (২১ মের মধ্যে) অনুষ্ঠিত হবে। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ন্যূনতম ২১ দিন আগে তফসিল ঘোষণা করবে গঠিত নির্বাচন কমিশন।
এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন গৃহীত রোডম্যাপ অনুযায়ী গত ১ ফেব্রুয়ারি এ সংসদের নির্বাচনের তফসিল ঘোষণার কথা থাকলেও সেটি হয়নি। কারণ, ছাত্র সংসদ নির্বাচনের গঠনতন্ত্র সংস্কার ও জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করার পর নির্বাচন চায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এসবের পরিপ্রেক্ষিতে একটি সংস্কার কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷
এ ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে কমিশনের সদস্যসচিব অধ্যাপক রাশিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতির ঘোষিত তারিখ মাথায় রেখেই আমরা কাজ এগিয়ে নেব। শিগগিরই নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করব ও সে অনুযায়ী কাজ এগোতে থাকবে। যথা সময়ে নির্বাচন হবে বলে আমরা আশাবাদী।”