তিন দেশে নিষিদ্ধ হচ্ছে ডিপসিক

বণিক বার্তা প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৩

চীনের দ্রুতবর্ধনশীল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ডিপসিক বর্তমানে বেশ সমালোচনার মুখে পড়েছে। অস্ট্রেলিয়া, ইতালি ও তাইওয়ান এ পরিষেবা নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছে। কিন্তু চ্যাটজিপিটি থেকেও হঠাৎ জনপ্রিয় হয়ে ওঠা প্লাটফর্মটি কেন তিনটি দেশে নিষিদ্ধ করা হচ্ছে, তাই আলোচনার বিষয়।


সম্প্রতি প্রকাশিত ব্লুমবার্গের এক প্রতিবেদনের বরাতে ইন্ডিয়া টুডে বলছে, সরকারি কার্যক্রম ও ডিভাইস থেকে ডিপসিক এআইকে নিষিদ্ধ ঘোষণা করার তালিকায় প্রথম সারির অন্যতম দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, জাতীয় গোয়েন্দা মূল্যায়নে এ এআই প্লাটফর্মকে অগ্রহণযোগ্য নিরাপত্তাঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার সরকারি অবকাঠামো থেকে ডিপসিকের সমস্ত পণ্য ও পরিষেবা সরিয়ে ফেলা হবে। যদিও এ নিষেধাজ্ঞায় ব্যক্তিগত ডিভাইস অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছেন বার্ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও