আকর্ষণীয় নতুন ফিচার নিয়ে এলো ইনস্টাগ্রাম

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩২

মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ‘ইনস্টাগ্রাম’। অবসর সময়ে অনেকে ইনস্টাগ্রামে রিল দেখে সময় কাটান। আবার নানান ভিডিও, কেনাকাটা, ছবি, ভিডিও শেয়ার করেন নিয়মিত। নিজের খুশির মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে শেয়ার করছেন ইনস্টাগ্রামে।শুধু যুবক আর তরুণরাই নয়, বর্তমান সময়ে বৃদ্ধরাও কমবেশি ইনস্টাগ্রাম ব্যবহার করেন। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কথা ভেবে নতুন নতুন আকর্ষণীয় ফিচার নিয়ে হাজির হয়েছে অ্যাপটি। এবার ডিএম বা ডিরেক্ট মেসেজে একাধিক পরিবর্তন আনল সংস্থাটি। এর ফলে চ্যাটিং আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।


কী পরিবর্তন আনল ইনস্টাগ্রাম, চলুন জেনে নিই—


মেসেজ ট্রান্সলেশন


ধরুন, অপরিচিত কারো সঙ্গে কথা বলছেন। সেখানে ভাষা একটা সমস্যা হয়ে দাঁড়াতেই পারে। এই সমস্যার সমাধান নিয়ে হাজির ইনস্টা। এবার নিমেষেই ট্রান্সলেট করতে পারবেন যেকোনো মেসেজ।


যে চ্যাটটি ট্রান্সলেট করতে চান, সেটিতে ট্যাপ করলে মিলবে ট্রান্সলেট অপশন। তাতে ক্লিক করলে স্ক্রিনে ভেসে উঠবে ট্রান্সলেটেড মেসেজ।


মিউজিক স্টিকার


এবার ইনস্টাগ্রাম চ্যাটে পাঠাতে পারবেন মিউজিক স্টিকার। কোন স্টিকারের সঙ্গে কোন গান জুড়বেন সেটা একেবারেই ব্যবহারকারীর সিদ্ধান্ত।


পাঠানোর আগে দেখতে পাবেন প্রিভিউও।


শিডিউল মেসেজ


ধরুন, রাতে কাউকে মেসেজ করার কথা। কিন্তু কাজের চাপে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এখন আর ভাবতে হবে না এই নিয়ে। এবার থেকে ইনস্টাগ্রামে মেসেজ শিডিউল করতে পারবেন আপনিও।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও