
আইফোন ১৭ আসতে পারে সেপ্টেম্বরে, থাকছে বড় পরিবর্তন
বণিক বার্তা
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ১০:৪৬
আইফোন ১৭ সিরিজ আগামী সেপ্টেম্বরে উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। সম্ভাব্য তারিখ ১১-১৩ সেপ্টেম্বর। অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মার্ক গুরম্যান সম্প্রতি এ তথ্য জানান। তার মতে, নতুন সিরিজে থাকছে বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ এয়ার, উন্নত ডিসপ্লে ও শক্তিশালী নতুন চিপসহ আরো কিছু হালনাগাদ। ডিজাইন ও কার্যক্ষমতায়ও বড় পরিবর্তনের আভাস মিলেছে। আইফোন ১৭ বেজ মডেলের মূল্য হতে পারে প্রায় ১ হাজার ডলারের বেশি (প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা) আর আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম পৌঁছাতে পারে ২ হাজার ডলারের কাছাকাছি। খবর ফোর্বস