
২৫ এপ্রিল সত্যিই দেখা যাবে হাসিমুখের চাঁদ?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ২০:৫৯
সম্প্রতি সোশাল মিডিয়ায় এটা ছবি দেখতি পাচ্ছি, যেখানে দাবি হচ্ছে, ২৫ এপ্রিল, ২০২৫ তারিখে একটি হাসিমুখে মুখের চাঁদ আমাদের আকাশে দেখাবে।
কিন্তু এটা কি সত্যি? না, এটি সত্যি নয়, এটা ভুল। যদিও ২৫ এপ্রিল ভোর হওয়ার আগে আকাশে একটি সরুচাঁদ থাকবে এবং দুটি উজ্জ্বল গ্রহ কাছাকাছি থাকবে, তবে এটি প্রচারিত ছবির মত হাসিমুখ চাঁদের মত দেখাবে না।
বাস্তবতা এবং প্রচারিত ছবিটির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল, দুটি গ্রহের উজ্জ্বলতা সম্পূর্ণ আলাদা, এবং তারা কেবল চাঁদের অন্ধকার প্রান্তের উপরের দিকে উঁকি দেবে না। বরং আলোকিত প্রান্তের পাশে থাকবে।