
১০ বছরের রহস্য ২ দিনে সমাধান করল গুগলের জেমিনাই
যে বৈজ্ঞানিক রহস্যের সমাধান করতে বিজ্ঞানীদের ১০ বছর সময় লেগেছিল তা দুই দিনেই সমাধান করেছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
গুগলের এআই মডেল জেমিনাই-এর সর্বশেষ ‘কো সায়েন্টিস্ট’ নামের ফিচারটিকে নিজস্ব ধারণা, তত্ত্ব, বিশ্লেষণ ও গবেষকদের ‘সহকর্মী’ হিসাবে কাজ করার জন্য নকশা করা বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফ।
‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টান্স’ বা এএমআর নামের এক সুপারবাগের রহস্য সমাধানের জন্য এক দশক ধরে কাজ করেছেন ‘ইম্পেরিয়াল কলেজ লন্ডন’-এর বিজ্ঞানীরা।
তাদের অনুমান, এটি এমন এক সুপারবাগ, যা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠেছে ও ২০৫০ সালের মধ্যে প্রতি বছর লাখ লাখ মানুষকে মেরে ফেলতে পারে।
সুপারবাগ হচ্ছে ব্যাকটেরিয়ার একটি অণুজীব, যা একাধিক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে ওঠে। এর এই প্রতিরোধ সক্ষমতার কারণই ব্যাকটেরিয়ার মাধ্যমে তৈরি সংক্রমণের চিকিৎসার বিষয়টিকে কঠিন করে তুলেছে।