উবারের রোবোট্যাক্সি প্রসারে নতুন তহবিল সংগ্রহের পরিকল্পনা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৫, ১৩:৫২

রাইড-শেয়ারিং জায়ান্ট উবার এক নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছে। রোবোট্যাক্সি প্রযুক্তির বাণিজ্যিক বিস্তার ঘটাতে প্রতিষ্ঠানটি বর্তমানে প্রাইভেট ইক্যুইটি প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোর সঙ্গে অর্থায়ন সংক্রান্ত আলোচনা চালাচ্ছে। 


প্রতিষ্ঠানটির সিইও দারা খসরুশাহি জানিয়েছেন, এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে স্বচালিত ট্যাক্সির ব্যবসা মডেলকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো এবং বৈশ্বিক পর্যায়ে তার বিস্তার ঘটানো।


খসরুশাহি জানান, উবারের রোবোট্যাক্সি কৌশলের তিনটি ভিন্ন মডেল রয়েছে।


ভাড়া ভিত্তিক মডেল: যেখানে পার্টনার প্রতিষ্ঠানগুলোকে প্রতি গাড়ি অনুযায়ী নির্দিষ্ট অর্থ প্রদান করা হবে।


রাজস্ব ভাগাভাগি মডেল: ফ্লিট অপারেটরদের সঙ্গে আয় ভাগ করে নেওয়ার পরিকল্পনা।


সম্পূর্ণ মালিকানাভিত্তিক মডেল: যেখানে উবার নিজে রোবোট্যাক্সি মালিক হবে এবং স্বচালিত প্রযুক্তির লাইসেন্স প্রদান করবে।


তিনি আশাবাদ ব্যক্ত করেন, “যেদিন আমরা প্রমাণ করতে পারবো যে প্রতিদিন এসব গাড়ি কত আয় করতে পারে। সেদিন প্রচুর বিনিয়োগকারীরাই এগিয়ে আসবে।”


বর্তমানে উবারের বার্ষিক ৭ বিলিয়ন ডলার নগদ প্রবাহ থেকে “মডেস্ট” অর্থাৎ সীমিত অংশ ব্যবহার করে রোবোট্যাক্সি মোতায়েন শুরু করা হবে। তবে প্রয়োজন হলে সহযোগী প্রতিষ্ঠানগুলোর ছোট অংশীদারিত্ব বিক্রি করেও তহবিল সংগ্রহ করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও