ছাত্রলীগের বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

কালের কণ্ঠ প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৮

ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সব কর্মকাণ্ডের যথাযথ বিচার এবং তাদের প্রশাসনিক সহযোগীদের শাস্তি নিশ্চিত করার দাবি করেছে ঢাবি শাখা ছাত্রদল। বিক্ষোভ মিছিল ও উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে এই দাবি করে সংগঠনটি। 


বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ কর্তৃক পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ক্যাম্পাসে মার্চ ফর জাস্টিস ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয়।


মার্চ ফর জাস্টিস কর্মসূচিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্যের অফিসে গিয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হয়।


স্মারকলিপি প্রদানের সময় সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামিম আকতার শুভ ও সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমন। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও