আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা ফিরিয়ে দিচ্ছে কারা?

সমকাল সাইফুর রহমান তপন প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২১

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তৎকালীন সরকারের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ এতটাই বিপর্যস্ত হয়ে পড়ে যে, অতি বড় সমর্থকও রাজনীতিতে দলটির শিগগিরই প্রাসঙ্গিকতা ফিরে পাওয়ার বিষয়ে আশা হারিয়ে ফেলেছিলেন। জনপরিসরে হিসাব শুরু হয়েছিল, ১৯৭৫ সালের বিপর্যয় কাটিয়ে পুরো ছন্দে ফিরতে দলটির অন্তত ছয় বছর লেগেছিল; পুনরায় ক্ষমতায় আসতে লেগেছিল ২১ বছর। এ দফায় দলটিকে আগেরবারের চেয়ে অনেক বেশি কাঠখড় পোড়াতে হবে।


অন্তত কয়েক মাস আগ পর্যন্ত এসব ভাবনা কোনো বাতুলতা ছিল না। শিক্ষার্থী-জনতার ওই অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের প্রাণভোমরা বলে বিবেচিত শেখ হাসিনাই কেবল দেশ ছেড়ে চলে যাননি; দলটির প্রায় সর্বস্তরের নেতা দেশের ভেতর-বাইরে আত্মগোপন করেন। নেতাকর্মীর প্রধান প্রেরণাস্থল বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২ নম্বরের বাসভবন, যা মুক্তিযুদ্ধের আবেগ ধারণ করে এমন মানুষের কাছে বিশেষ শ্রদ্ধার জায়গা হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হয়, যা ১৯৭৫ সালেও ঘটেনি। দেশের কোথাও দলীয় কার্যালয় অক্ষত নেই। অনেক নেতাকর্মীর ব্যবসায়িক কার্যালয়, এমনকি বাড়িঘরও হামলা থেকে রেহাই পায়নি। দেশের ভেতরে থাকা বহু আওয়ামী লীগ নেতা এখন কারাবন্দি; বিভিন্ন মামলায় তাদের বিচার চলছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও