লিপস্টিক থেকে ঠোঁটে ক্যানসার হতে পারে? কী দেখলে সতর্ক হবেন, জানাচ্ছেন চিকিৎসকেরা
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪১
মুখ বা ত্বকের ক্যানসারের যত প্রকার রয়েছে তার মধ্যে ঠোঁট অন্যতম। তবে চিকিৎসকেরা বলছেন, তা অত্যন্ত বিরল। পরিসংখ্যান দেখলে বোঝা যাবে, আমেরিকার মতো দেশে মাত্র ১ শতাংশ মানুষ ঠোঁটের ক্যানসারে আক্রান্ত হন। ভারতের ক্ষেত্রেও সংখ্যাটা হাতেগোনা। তবে চিকিৎসকেরা বলছেন, মুখগহ্বরের ক্যানসার কিন্তু ঠোঁট পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। ‘পাবমেড’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে দেখা গিয়েছে, এ দেশে যত প্রকার ক্যানসারের বাড়বাড়ন্ত রয়েছে, তাদের মধ্যে মুখগহ্বরের ক্যানসারের স্থান বেশ উপরের দিকে।