You have reached your daily news limit

Please log in to continue


বাংলা কি অনাদৃতই থেকে যাবে

দারিদ্র্য যদি খুঁজি তাও আছে, অসাম্য খুঁজলে তাও—আমাদের সংস্কৃতিতে এই দুই উপাদানের কোনো অভাব নেই। এবং দারিদ্র্য ও অসাম্যকে এমনিতে যতটা পরস্পর নিকটবর্তী মনে হয়, আসলে তারা তার চেয়েও বেশি ঘনিষ্ঠ। বললে ভুল হবে না মোটেই যে অসাম্যই দারিদ্র্যের মূল কারণ। অসাম্য যে বিভাজন সৃষ্টি করেছে ধনীতে ও দরিদ্রে, শহরে ও গ্রামে, শিক্ষিতে ও অশিক্ষিতে, সেই বিভেদই দারিদ্র্য সৃষ্টির জন্য দায়ী—কী অর্থনীতিতে, কী সংস্কৃতিতে, যেমন মূল কাঠামোতে তেমনি ওপরকাঠামোতে।

অর্থনৈতিক দারিদ্র্যের পক্ষে সাংস্কৃতিক দারিদ্র্যের কারণ হওয়ার পথে কোনো প্রতিবন্ধক নেই। এ কথাও অবশ্যি সত্য যে টাকা হাতে এলেই যে সংস্কৃতিতে উত্কর্ষ আসবে এমন কোনো নিশ্চয়তা নেই। মধ্যপ্রাচ্যের তেল-ধনী কোনো কোনো দেশ এ বিষয়ে সরলরৈখিক সমীকরণ টানার বিপক্ষে রায় দিচ্ছে। মধ্যপ্রাচ্যে যেতে হবে কেন, আমাদের হাতের কাছেই হঠাৎ ধনী পরিবার খুঁজলে পাওয়া যাবে, যারা ওপরে যত বেড়েছে হৃদয়ে তত বাড়েনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন