আইনশৃঙ্খলা বাহিনী কতটা সজাগ হবে

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০২

গত সোমবার নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্টদের ‘যুদ্ধ পরিস্থিতির মতো’ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। বৈঠকটি এমন সময়ে হলো, যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সর্বস্তরের মানুষের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। সন্দেহ নেই, সাম্প্রতিক কিছু রাজনৈতিক ও অরাজনৈতিক ঘটনা পরিস্থিতিকে আরও খারাপ করেছে।


প্রধান উপদেষ্টা যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেছেন, এ বিষয়ে বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন। এই নির্দেশনার মধ্যে আছে অপরাধ দমনে সর্বোচ্চ আধুনিক যোগাযোগপ্রযুক্তির ব্যবহার, সব বাহিনীর সমন্বয়ে একটি কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর স্থাপন, অনলাইনে থানায় এফআইআর করার সুযোগ সৃষ্টি। নতুন কমান্ড কাঠামো ‘দক্ষতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে’ দেশের সব বাহিনী ও থানা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও