You have reached your daily news limit

Please log in to continue


নিশোর সিনেমায় গাইবেন তাহসান

ডিসেম্বরের শেষ সপ্তাহে নীলফামারীতে শুরু হয় আফরান নিশোর আসন্ন সিনেমা ‘দাগী’র শুটিং। সৈয়দপুর, রাজশাহী, মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে ইতিমধ্যে শেষ হয়েছে নব্বই ভাগের শুটিং। বাকি অংশের শুটিং ঢাকায় হবার কথা রয়েছে।

এর মধ্যে জানা গেল, সিনেমাটিতে থাকছেন আরেক তারকা সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। না, অভিনয়ে নয়; ‘দাগী’তে থাকছে তার একটি গান। এমনটি জানিয়েছেন সিনেমাটির পরিচালক শিহাব শাহীন।

খুব শিগগির গানটির জন্য ভয়েস দেবেন তাহসান। গানের কথা, সুর ও সংগীতায়োজন কে করবেন তা এখনই জানাতে চান না নির্মাতা।

তবে সিনেমাটির আবহ সংগীত সাজিদ সরকার করছেন বলে জানা গেছে।

নির্মাতার ভাষ্য, যে গল্প নিয়ে সিনেমাটি করছি, এ রকম গল্প আগে দেখেনি দর্শক।

এর আগে তাহসান ও আফরান নিশোকে একসঙ্গে প্রথমবারের মতো দেখা গিয়েছিল ‘দ্বিতীয় কৈশোর’ ওয়েবে, ২০১৯ সালে। শিহাব শাহীন পরিচালিত এই ওয়েবে ছিলেন জিয়াউল ফারুক অপূর্বও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন