আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা যুবদল নেতার মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন

কালের কণ্ঠ কুমিল্লা সদর প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৫, ২৩:৩৬

কুমিল্লায় আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা তৌহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবদল নেতার হাসপাতালে মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।


নিহত তৌহিদুল ইসলাম কুমিল্লা সদর উপজেলার পাঁচথবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি পাঁচথবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।


নিহতের ভাই আবুল কালাম বলেন, ‘আমার বাবা গত ৪ দিন আগে মারা গেছেন। আমরা শোকে আচ্ছন্ন। আজ শুক্রবার বাবার কুলখানি অনুষ্ঠানের জন্য তৌহিদ গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে বাড়িতে আসে। পরে রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর ৩টি গাড়ি ও একটি লাল রঙের গাড়ি হঠাৎ আমাদের বাড়িতে আসে। তারা তৌহিদুল ইসলামের কাছে অস্ত্র আছে এমন অভিযোগে তাকে ধরে নিয়ে যায়।’


তিনি আরো বলেন, ‘আমার ভাই কখনই অস্ত্র আনতে পারে না। তার সম্পর্কে আমাদের পুরো এলাকা খুব ভালো করে জানে। আমরা বার বার বলার পরেও তারা নিয়ে যায় আমার ভাইকে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও