You have reached your daily news limit

Please log in to continue


অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের প্রহেলিকা

বর্তমান অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কী সেটা একটা বড় প্রহেলিকা বটে। প্রতিটি রাজনৈতিক দলের একটা আদর্শ বা দর্শন থাকে; আবার  নির্বাচনের আগে তারা ইলেকশন ম্যানিফেস্টো ঘোষণা করে। কিন্তু এ সরকারের তো সে রকম কিছু ছিল না; এ সরকারপ্রধানের নিয়োগকর্তা ছাত্ররা; তাদের আন্দোলনের প্রথম পর্যায়ে লক্ষ্য ছিল নিয়োগে বৈষম্য নিরসন আর শেষ পর্যায়ে হয়ে যায় স্বৈরাচারের পতন। তাই এখন ক্ষমতায় গিয়ে এই সরকারকে লক্ষ্য ও অগ্রাধিকার নির্ধারণ করতে হয়েছে। তাতে কোনো সমস্যা নেই; সমস্যা হলো সরকার অন্তর্বর্তীকালীন, অর্থাৎ স্বল্পমেয়াদি; কিন্তু তারা এমন কিছু স্বপ্নদর্শী লক্ষ্যের কথা বলছে, যেগুলোর জন্য প্রয়োজন জাতীয় ঐক্য, দীর্ঘমেয়াদি এসব লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন নতুন আইনসভা বা গণপরিষদের (কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি) অনুমোদন। এই ফাঁকে স্বল্পমেয়াদি জ¦লন্ত সমস্যাগুলো ব্যাক বেঞ্চে চলে যায়; এগুলো এখন জনমানুষের বাঁচামরার প্রশ্ন হয়ে উঠেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন