ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি প্রত্যাহারের পর অভিবাসী নিতে রাজি কলম্বিয়া
অভিবাসী নিয়ে দ্বন্দ্বে পাল্টাপাল্টি শুল্ক আরোপের হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া। কলম্বিয়া অভিবাসী বহনকারী দুটি মার্কিন সামরিক উড়োজাহাজ অবতরণ করতে না দিলে এ দ্বন্দ্বের সূচনা হয়েছিল। তবে এ দ্বন্দ্ব বাণিজ্যযুদ্ধে পরিণত হওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সুমতি হয়েছে। শুল্ক আরোপ ছাড়াই অভিবাসী প্রত্যাবাসনে রাজি হয়েছে দুই দেশ। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
হোয়াইট হাউস জানিয়েছে, কলম্বিয়া কোনো শর্ত ছাড়াই অভিবাসীদের নিতে রাজি হওয়ায় যুক্তরাষ্ট্র কোনো শুল্ক আরোপ করবে না।
কলম্বিয়ার সঙ্গে এই চুক্তিকে ট্রাম্পের কঠোর নীতির জয় হিসেবে অভিহিত করছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, কলম্বিয়া এখন মার্কিন সামরিক উড়োজাহাজে আসা অভিবাসীদের কোনো শর্ত বা বিলম্ব ছাড়াই গ্রহণ করতে রাজি হয়েছে। অন্যদিকে কলম্বিয়া জানায়, তারা নিজেদের নাগরিকদের মর্যাদা রক্ষা করতে আলোচনা চালিয়ে যাবে।